আঃ হামিদ স্টাফ রির্পোটার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আ ফ ম রুহুল হক এর নৌকা মার্কার সমর্থনে
কালিগন্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নের কলেজ মাঠে ৪ জানুয়ারী বুধবার গনসংযোগ করেছেন। এখানে তারালী ইউনিয়নের সফল চেয়ারম্যান এনামূল হক ছোট। গণসংযোগ কালে তিনি এমপি রুহুল হক এর দেওয়া উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এনামূল হক ছোট চেয়ারম্যান আরো বলেন বিগত দুইবারে এমপি আ,ফ,ম রুহুল হক সাতক্ষীরা জেলায় যে সকল উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা ধরে রাখতে রুহুল হক সাহেবের কোন বিকল্প নেই। গত ১০ বছর কালিগন্জ উপজেলায় রাজনৈতিক পরিবেশ যে ভাবে শান্তি রেখেছে তা আর কোন সময় কেউ রাখতে পারেনি বলে উল্লেখ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন আনিসুর রহমান খোকন নলতা ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও আওয়ামীলীগের সিনিয়র সভাপতি তারিকুল ইসলাম , এমপি রুহুল হক এর এক মাত্র পূত্র ইন্জিনিয়ার সুমন সহ তার পরিবার বিন্দু ও ইব্রাহিম খলিল মেম্বার,শেখ শাওন সহ অন্যান্য।