নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহনায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোণা দুর্গাপুর উপজেলা সপ্তাহব্যাপী কমরেড মণিসিংহ মেলা শেষ হয়েছে। সোমবার রাতে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে মধ্য দিয়েঅনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নেত্দুরকোণা দূর্গাপুর উপজেলার পৌরশহরে বাগিচাপাড়া এলাকায় অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ চত্ত্বর এবং স্থানীয় এম কে সি এম উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। মেলার শেষ দিনে ছিলো উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুকরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গন। এবারে মেলায় আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাঁশের আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় এক হাজারের বেশি স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিলো ক্রেতা ও বিক্রেতায় পরিপূর্ণ।
তারপর প্রতিদিন আকর্ষনীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলায় নাচ, গান এবং নাটকও মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।
জানায়ারী সোমবার রাতে সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে, সিপিবি’র যুগ্ন-সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় মেলা কমিটির আহবায়ক ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ।
অন্যদের মধ্যে আলোচনা করেন, মেলা কমিটির যুগ্ন-আহবায়ক, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা এভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।
আলোচনা শেষে, মেলা কমিটির নেতা ও বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলার কার্য্যক্রম সম্পন্ন হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ