সোহেল রানা পাইকগাছা খুলনা সংবাদদাতা :
গরিব ও অসহায় মানুষের চোখের মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,পাইকগাছা উপজেলাকে আধুনিক উপজেলা গড়ে তুলতে, দিনরাত কাজ করে চলেছেন, কখনো করছে নিজের হাতে মাটির কাজ, তিনি বলেন পাইকগাছার উন্নয়নে লিপিকা ঢালী ছিল,,, আর আপনাদের দোয়া থাকলে আগামীতেও থাকবে,এলাকা বাসি বলে লিপিকা ঢালী সুখে দুখে আমাদের পাশে থেকে, আমারা তার জন্য দুআ করি,আগামী উপজেলা নির্বাচনে তিনি জয়যুক্ত হয়ে আমাদের পাশে থাকতে পারে,আল্লাহ কবুল করুন, আমিন।।।