নেত্রকোণা থেকে দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা জেলা শহরের যানজট নিরসনে ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে সাধারন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ন সড়কে স্বেচ্ছাশ্রমে ট্রাফিক পুলিশের ন্যায় দায়িত্ব পালন করেছে। সারিবদ্ধভাবে যানবাহন চলাচলের বৃহস্পতিবার চিত্র ছিল সম্পুর্ন আলাদা।
এ সময় সড়কে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে কনসালটেন্ট চক্ষু ও সার্জন ডা: রুহুল আম্বিয়া পলাশকে ছাতা বিতরন করতে দেখা গেছে।
ডাঃ রুহুল আম্বিয়া পলাশের উদ্যোগে শিক্ষার্থীরা যেন এই প্রচন্ড রোদে একটু স্বস্তি পেতে পারে আর সেই প্রচেষ্টায় সারা শহর জুড়ে ছাত্র—ছাত্রীদের মাঝে ছাতা বিতরন করা হয়। জেলা শহরের বনুয়াপড়া মোড় থেকে শুরু করে কুড়পার পুলিশ লাইন্ম মোড়, কাইলাটি মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা ও দায়রা জজ কোট, পুলিশ সুপারের কার্যালয়, মগড়া ব্রীজের মোড় মোক্তারপাড়া, কাচারীরোড, দত্ত মার্কেট, শহীদ মিনার মোড়, মেছুয়া বাজার মোড়, ছোটবাজার, তেরীবাজার, স্টেশন রোড, থানার মোড়, সাতপাই কলেজ রোড, বড় স্টেশন রোড, আখড়ার মোড়, বড়বাজার এলাকাসহ ব্যস্ততম সড়কে স্বাভাবিকভাবে সকল যানবাহন চলাচলে সহযোগিতা করেন সাধারন শিক্ষার্থীরা। প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে জনগনের চলাচলে সাধারন শিক্ষার্থীদের সহযোগিতায় অভিবাবকসহ সকল শ্রেনীর পেশার মানুষ বেশ উচ্ছসিত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ