আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে।
১) খেত-খামার বা জমিতে কাজ করার সময়ে পায়ে লম্বা অথবা বুট জুতা ব্যবহার করা ( ৭০ ভাগ সাপের কামড়ে সাধারণত খালি পায়ে হয়ে থাকে )
২) যারা অন্ধকারে মাঠে, বাজারে অথবা রাস্তায় চলাচল করবেন তারা যেন অবশ্যই টর্চ লাইট ব্যবহার করেন অথবা সম্ভব হলে সাথে লাঠি রাখতে পারেন।
৩)বর্ষাকালে অর্থাৎ জুন, জুলাই,আগস্ট,ও সেপ্টেম্বর মাসে খাবারের জন্য সাপ সাধারণত লোকালয়ে আসে। এই জন্য এই সময়ে অধিকতর সর্তকতা প্রয়োজন।
৪)গৃহিণীরা যখন লাকড়ি ফারবেন,হাঁস মুরগির ডিম সংগ্রহ করবেন,খড় কোটাবেন,অথবা স্তপকৃত লাকড়ি সরাবেন এইসব সময়ে সতর্ক থাকবেন,একটু নাড়াচাড়া করে দেখবেন।
৫) জমি থেকে বসতবাড়ি দূরে রাখুন
৬) ঘর থেকে খামার আলাদা রাখা,শোয়ার ঘরের সাথে ধান চাল,হাঁস মুরগি ,কবুতর না রাখা উত্তম।এসব ইদুরকে আকর্ষণ করে যার খোঁজে সাপ ঘরে ঢুকে।
৭) না দেখে পুকুরের বা মাছ ধরার জালে হাত না দেয়া ।
৮)গর্ত দেখলেই মাটি দিয়ে পূরণ করে দেয়া, অপরিচিত গর্তে হাত না দেয়া
৯) বসতবাড়ি সব সময় পরিষ্কার রাখা
১০) খাটের উপর ঘুমাতে হবে ,মেঝেতে ঘুমানো যাবে না এবং অবশ্যই মশারি ব্যবহার করা ।
১১) কার্বলিক এসিড কিংবা ব্লিচিং পাউডার ব্যবহারের দ্বারা সাপের উপদ্রব কমে যাওয়ার বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই ।
১২) সাপ ছদ্দবেশী শিকারি ,তারা শিকারকে লুকানোর জায়গা থেকে আক্রমণ করে। ময়লা আবর্জনা ,সাপ লুকানোর জন্য উপযুক্ত স্থান। পাতা, সার, খড়ের গাদা, লাকড়ির স্তপ, কাটা ঘাসের স্তুপ, সাপের জন্য লুকিয়ে থাকার পছন্দনীয় স্থান । কাজেই এগুলো বাড়ির আঙ্গিনা থেকে সরিয়ে রাখতে হবে ( সাপ সাধারণত আক্রান্ত না হলে কামড় দেয় না ।
১৩/বাড়িতে সাপের সম্ভাব্য খাবার মুক্ত রাখুন ,প্রজাতি বেঁধে ইদুর ,ছোট প্রাণী তেলাপোকা ,ঘাসফড়িং সাপের প্রিয় খাবার।
১৪/সাপ বসত বাড়ির গর্তে বা ফাটলে লুকিয়ে থাকতে পারে বিদায় এগুলো মেরামত করুন , ঘরে প্রবেশের পূর্বে লাইটের সুইচ অন করুন, শব্দ করুন যাতে লুকিয়ে থাকা সাপ সরে যেতে পারে।
১৫/তারপরও যদি কাউকে কামড় দিয়ে দেয় আতঙ্কিত না হওয়া, ভয়ের কিছু নাই যে স্থানে কামড় দিবে সাময়িক সময়ের জন্য সেই স্হান অচল রাখা অর্থাৎ স্থির রাখা ।
১৬/গামছা অথবা ব্যান্ডেজ দিয়ে হালকা করে বাধতে হবে তারপর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া ( শক্ত করে / টাইট করে বাঁধন দেওয়া অত্যন্ত ক্ষতিকর )
১৭/বিষাক্ত সাপের বিষ প্রতিরোধী এন্টি ভেনম আমাদের হাসপাতালে বিদ্যমান আছে ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ