শেখ আমিনুল ইসলাম মানিক স্টাফ রিপোর্টার
জাতীয় দৈনিক বিকাল বার্তা:
এতদ্বারা ফেসবুক বন্ধু-বান্ধবদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এই কোম্পানির যেকোনো পণ্য ক্রয় করিতে হইলে আপনারা প্রতারিত হইতে হইবেন
কেননা আমি নিজেই প্রতারিত হয়েছি অনলাইনে এদের বিজ্ঞপ্তি দেখে আমি আমার মোবাইল নাম্বার দেই কিছুক্ষণের মধ্যেই এই কোম্পানির অফিস থেকে আমার সাথে যোগাযোগ করিতে বাধ্য হয়। ওরা বলেছিল মশা মাছি তেলাপোকা ইদুর সহ মরে যাবে যাইহোক এদের কথায় বিশ্বাস করে অর্ডার দিয়েছিলাম ৩/দিনের
মধ্যেই প্রোডাক্ট আমার হাতে আসে যোগাযোগের মাধ্যমে এদের পরামর্শ অনুযায়ী আমি মেশিনটি ব্যবহার করেছি কিন্তু কোন কাজ হয়নি আমি অফিসের সঙ্গে যোগাযোগ করিলে মেশিন কি পাল্টিয়ে দেবে বলে আশ্বাস দেন এরপরথেকে ৪৯ টি ফোন দিলাম কিন্তু রিসিভ করে না শেখ আমিনুল ইসলাম মানিক বাহুবল হবিগঞ্জ