দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা—১ (দূর্গাপুর—কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি, প্রতিরোধযোদ্ধা মানু মজুমদারের মরদেহ ভারতের ব্যাঙ্গালোর হাসপাতাল থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে।
২৪ মে শুক্রবার সকালে বিমান বন্দরে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা—১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান (ভিপি লিটন), জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম প্রমুখ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন বলেন, জেলা আ’লীগের সহ—সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য ৭৫’র প্রতিরোধযোদ্ধা মানু মজুমদারের মরদেহ ২৪ মে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নেত্রকোণা জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন করে। বিকেল ৪ ঘটিকায় সাবেক এমপি মানু মজুমদার এঁর সৎকার পাঁচগাও তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। তাঁর এই অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানের পূর্বে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এক শোক বার্তায়: বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় কেআইবিতে ও ৩০ মি: তাঁর মরদেহ নিজ বাস ভবনে রেখে সকাল ৯ ঘটিকায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়, পরে ১০ ঘটিকায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ৭৫’র প্রতিরোধ যোদ্ধা কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রয়াত মানু মজুমদার এর মরদেহে শ্রদ্ধা নিবেদন ও গভীর শোক প্রকাশ করেন এবং সেখান থেকে সকাল ১১টায় রওনা হয়ে বেলা ২টায় নেত্রকোণা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওমীলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন জানায় নেত্রকোণা সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। পরে তাঁর নিজ নির্বাচনী এলাকায় দূর্গাপুর— কলমাকান্দা আওয়ামীলীগ কার্যালয় সামনে এসে শত শত মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়ে প্রয়াত মানু মজুমদার চিরবিদায় নেন। তাঁর এই অকাল চিরবিদায়ের শেষ শ্রদ্ধায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, কেন্দ্রীয় নেতা রেমন আরেং, সাবেক এমপি ছবি বিশ্বাস, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও ইউএনও সহ সকল সরকারি কর্মকর্তা এবং দু’ উপজেলার আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাঁর এই অকাল মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী শোকাভিভূত! তিনি এক শোক বার্তা দেন। এই প্রয়াতনেতা দীর্ঘদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহকারি ছিলেন এবং বাংলাদেশ প্রতিরোধ যোদ্ধা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্বে ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ