মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাবা-মায়ের অবাধ্য হয়ে বিভিন্ন রকম সামাজিক অপরাধমূলক কার্যক্রম করায় এবং কু-চরিত্রের কারণে (ঔরস) সন্তানকে ত্যাজ্য করেছেন তার পিতা। গেল বৃহস্পতিবার লক্ষ্মীপুর নোটারী পাবলিক কার্যালয়ে হাজির হয়ে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করেন তিনি।
ভুক্তভোগী পিতা মোঃ সিরাজুল ইসলাম উপজেলার ৩ নং চরলরেন্স ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
ত্যাজ্যপুত্র ঘোষিত মোঃ সাগর হোসেন (২২) মোহাম্মদ সিরাজুল ইসলাম মেম্বার এর জ্যেষ্ঠ পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ এফিডেভিটের বিষয়টি নিশ্চিত করে বলেন>>>>>
সে পিতা-মাতার অবাধ্য হয়ে সমাজের অসৎ চরিত্রের লোকদের সাথে আড্ডা দেয় এবং বিভিন্ন অসামাজিক, অনৈতিক ও অন্যায় কার্যক্রম সম্পাদন করছে। এ নিয়ে তাকে বহুবার বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কিন্তু সে (সাগর) ওইসব ব্যক্তির সাথে চলাফেরা ওঠা-বসা এবং অন্যায় কাজ কোনভাবেই ছাড়ছে না এবং এ নিয়ে তাকে একবার জেল হাজতে সোপর্দ করেন তিনি।কারাগারে থাকার কিছুদিন পর সবকিছু ভুলে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে তার মায়ের বিশেষ অনুরোধে আমি (মোঃ সিরাজুল ইসলাম) নিজেই তাকে জামিন করে নিয়ে আসি। তিনি আরো বলেন সে বিভিন্ন অপ্রিতিকর ঘটনা ঘটায় সমাজে আমার মানহানি করে এবং সমাজের বিভিন্ন মানুষের ক্ষতিসাধন করে এবং
এক পর্যায়ে নেশাগ্রস্ত হয়ে ধারাল দা-ছেনি(দেশীয় অশ্র) নিয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয় সে। সর্বশেষ পরিবারের কাউকে না জানিয়ে একজন বয়স্ক ও দুই সন্তানের জননীকে বিয়ে করে। এমতাবস্থায় নিজের ও পরিবারের সম্মান রক্ষার্থে ছেলেকে ত্যাজ্যপুত্র করেন সিরাজুল। দুঃখ ও আবেগপ্রবণ হয়ে বলেন ছেলেকে পড়ালেখা, ব্যবসাসহ সব রকম কাজ করানোর চেষ্টা করেছি। কিন্তু সে সব কিছু নষ্ট করে বিপথগামী হয়ে পড়েছে। পরিবারের কেউ তার কাছে নিরাপদ নয়।
সম্প্রতি সে দুই সন্তানের জননী এক বয়স্ক নারীসহ ৪টি বিয়ে করেছে সে। সমাজে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে সে তাই বাধ্য হয়ে তাকে ত্যাজ্য করে দিয়েছি।
আজ থেকে তার সকল ধরনের কর্মকাণ্ড, দায়-দেনা ও যে কোনো ধরনের অপরাধের জন্য আমি ও আমার পরিবারের কেউ দায়ী থাকবো না। এখন থেকে সে আমার সন্তান নয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ