মোহাম্মদ আব্দুল্লাহ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি।
জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি জর্জ মিত্র চাকমা।
সহকারি শিক্ষক শীরর চর্চা ফয়েজ আহমদ ও মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার (ইনচার্জ) হাবিবুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ,ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মিলন কান্তি, সমাজসেবী ডা: আজির উদ্দিন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, শিক্ষানুরাগী হাজী মাহমুদ আলী, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ময়নুল মুরছালিন রুহেল, প্রবাসী মাসুক আদনান,ব্যবসায়ী তোফায়েল আহমদ ও মোশারফ হোসেন।
এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী সদস্য, সাংবাদিক বৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
অতিথি বৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিরতণ করেন।