ব্যুরোচীফ কে এম আবুল কাশেম:
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই/সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় ফোর্সসহ ইং ০৮/০৩/২৫ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন হতে ২নং গেইটগামী বায়েজিদ বোস্তামী সড়কস্থ শেরশাহ মোড়ের রাস্তার পূর্ব পাশে চেকপোস্ট করে ১টি সিএনজি অটোরিক্সা হতে ১। মোঃ জালাল হোসাইন আশফাক (২০) ও ২। মোঃ নাঈমুল হক নাহিয়ান (১৯)দ্বয়কে আটক করেন। আটক পরবর্তীতে আসামীদ্বয়ের হেফাজত হতে ১। ১টি বিদেশী পিস্তল, ২। ০১টি পিস্তলের ম্যাগাজিন ৩। ০২টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-১৭(০৩)২৫ইং ধারা-The Arms Act 1878 এর 19A রুজু করা হয়।