পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শশুর বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মী নাসির ওরফে কাটা নাসিরকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযুক্তদের তিনজনের বাড়িতে আগুনে দেওয়ার ঘটনা ঘটেছে। ওইদিন সন্ধার পর দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে পৌর শহরের বিক্ষোভ মিছিল করে বিএনপিসহ অঙ্গসংগঠন এবং স্থানীয়রা।
গত বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে। হত্যাকাণ্ডের পর অভিযোগ ওঠা গোলাম রাব্বি (২০), তাঁর সহযোগী হাসান গাজী (২৩) ও ইব্রাহিম হোসেনের (১৯) বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিুব্দ স্থানীয় জনতা। তিনজনই উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হত্যাকান্ডের ঘটনার পর বুধবার রাতে নাসিরের বোন রুমি আক্তার পাথরঘাটা থানায় ৮জনের নামোলেখ এবং ৮ থেকে ১০জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছেন। রাতেই আসামী রাব্বির বাবা মাহবুব শিকদারকে আটক করে পুলিশ। পুলিশ বলছে দ্রুত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নাসির হত্যাকান্ডের পর বুধবার রাতে পাথরঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. রাকিব হাসানের উপর হামলা করে বিুব্দ জনতা, এ সময় তার মাকেও মারধর করে। রাকিব হাসানকে মারধর করায় রাতেই বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। নাসির হত্যাকান্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, থমথমে বিরাজ করছে। পরিস্থিতি সাভাবিক করতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকান্ডের ঘটনার পর থেকে অপরাধী রাব্বি ও হাসান ছাত্রলীগ এবং শিবিরের কর্মী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন বিএনপিসহ অঙ্গসংগঠন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামি। রাব্বি ও হাসানের সাথে জামায়াতের কোন সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তির মাধ্যমে দাবি করেন বরগুনা জামায়াতে ইসলামের এসিস্ট্যান্ড সেক্রেটারী মো. শামীম আহসান।
এদিকে নাসির ওরফে কাটা নাসির হত্যার পর রামদা হাতে নিয়ে প্রকাশ্যে ঘূরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। অনেকের দাবি এ ছবি ৫ আগস্টের। ওই ছবিতে দেখা যায় নাসিরের বাম হাতে রামদা, পিছনে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে ট্রাফিক, তার পিছনেই ভূমি অফিসের মুল ফটক। অপরদিকে ১৮ অক্টোবর স্থানীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মিসভায় অভিযুক্ত রাব্বি ও হাসানকে আইডি কার্ড গলায় ঝোলানো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। ছাত্রদলের মিছিলেও তারেক রহমানকে নিয়ে স্লোগান দিতে দেখা গেছে রাব্বিকে। নাসিরের মরদেহ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যেই গোলাম রাব্বির বাবা মাহবুব শিকদারকে পুলিশ আটক করেছে। ঘটনার জড়িত অপর ব্যক্তিদেরও আটক করতে পুলিশের অভিযান চলছে। উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক বলেন, অপরাধী যেই হোক আমরা দৃষ্টান্তমুলক বিচার চাই।
প্রত্যদর্শী আনছার মোল্লা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দুইজন পালিয়ে যায়। তাৎণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুু ঘোষণা করেন। অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিলো, কুপিয়ে বাকিরা পালিয়ে গেলেও দুইজনকে চিনতে পেরেছেন তিনি। তারা হলেন রাব্বি ও হাসান। এর মধ্যে রাব্বি ছাত্রলীগের কর্মী বলে জানান তিনি। এর আগে বুধবার সকালে পুর্ব শত্রুতার জের ধরে পাথরঘাটা নতুন বাজার ব্রীজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ