নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে এক পোশাক শ্রমিককে অপহরণের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (৮ মে) সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত শ্রমিক মো. সুমনকে (২৫) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চৌধুরী বাড়ির আ. মান্নানের ছেলে মো. তুষার (২৪) ও গাইবান্ধার পলাশবাড়ি থানার মো. ময়জাল মিয়ার ছেলে মো. সজিব মিয়া (২১)। এর মধ্যে, মো. তুষার (২৪) অপহরণ চক্রের মূলহোতা বলে জানায় র্যাব।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব আরও জানায়, র্যাব প্রাথমিক তদন্ত সূত্রে জানতে পারে অত্র মামলার ভিকটিম মো. সুমন (২৫) পেশায় একজন পোশাক শ্রমিক। সে সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত পি. এম. নিটেক্স (প্রাঃ) লিঃ-এ ডাইং ইউনিটে কর্মরত আছেন। প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে বুধবার রাত ৮ টায় বাড়ি ফেরার পথে চৌধুরী বাড়ির সামনে ২-৩ হন দুষ্কৃতিকারী তাকে মারধর করে অপহরণ করে। পরে মো. সুমনের বড় ভাই মো. সাদ্দাম হোসেন থেকে ৫০ হাজার টাকা নেয় তারা। পরবর্তীতে মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পরবর্তীতে র্যাব অভিযান চালিয়ে এই অপহরণ চক্রের সাথে জড়িত চক্রটির মূলহোতা মো. তুষারসহ অপর একজনকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদের ও ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ