1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক হয়েছে - Bikal barta
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১২:৫৫|
সংবাদ শিরোনামঃ
জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের ব্যবসায়ী সমছু দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত!  আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী।  সিলেট ওসমানী বিমানবন্দর থেকে প্রথম কার্গো ফ্লাইট চালু। পলাশবাড়ী পৌর জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত,, ধামইরহাটে আইনগত সহায়তা দিবস উদযাপন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও বাগেরহাটের রামপালে কথিত ডেভিল হান্টের অভিযোগে সাংবাদিক গ্রেফতার । দোকানের টাকা চাইলেন দিনে, রাতে অন্ধকারে খেলেন মাইর  নীলফামারীর ঢেলাপীর হাটের সরকারি জমি দখলের মহা উৎসব চলেছে ভাঙ্গায় আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২৫

সিরাজগঞ্জে আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক হয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 88 জন দেখেছেন

 

ওয়াসিম সেখ, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আর্মি ক্যাম্পে ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে তদবির করতে এসে সেনা সদস্যদের কাছে আটক হয়েছে।

 

রোববার (২২ ডি‌সেম্বর সকাল ১০ টার দি‌কে উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর মারুফ তথ্যটি নিশ্চিত করে বলেন, গতকাল শ‌নিবার রাত সা‌রে ১১ টার দি‌কে ব্যবসায়িক লেনদেনের টাকা উদ্ধারের জন্য ভুয়া পরিচয় ব্যবহার করে অভিযোগ জানাতে আসে। এসময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি হলেন বগুড়া জেলার আদমদীঘি থানার অন্তর্গত

হালালীয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. মাহবুব রায়হান আলম।

 

জানা যায়, আটককৃত মো. মাহবুব রায়হান আলম ভুয়া পরিচয় ব্যবহার করে উল্লাপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারের নিকট ব্যবসায়িক লেনদেনের টাকা উদ্ধারের অভিযোগ জানাতে আসে। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে। আটককৃত ব্যক্তির সাথে থাকা আরও দুই সহযোগী মাইক্রোবাসে ক্যাম্পের বাইরে অবস্থান করে পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছে থাকা একটি ওয়াকিটকি সেট, ডিজিএফআই পরিচয় সংক্রান্ত ভিজিটিং কার্ড, স্মার্ট ওয়াচ, ট্রাস্ট ব্যাংক এর চেক, ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র (ভূয়া), নগদ ১৯৫০ টাকা এবং বিভিন্ন সাংবাদিক ও কোম্পানির ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

 

আটকৃত ব্যক্তির ফেসবুক একাউন্টে সেনাবাহিনী ক্যাপ্টেন পরিচয় দেওয়া আছে। ফেসবুকে দেখা যায় উক্ত ব্যক্তি মেজর রেফায়েত, ৫৫ আটিঃ ব্রিগেড যশোর সেনানিবাসে ব্যাডমিন হিসেবে ২০০২-২০১২ সাল পর্যন্ত কর্মরত ছিল।

পরবর্তীতে এমইএস ঢাকা ২০১৬-২০১৯ পর্যন্ত সার্ওথ জুন ঢাকা মাস্টার রোলে কর্মরত ছিল। অতঃপর শৃঙ্খলা জনিত কারণে চাকরি হতে অব্যাহত প্রদান করা হয়।

 

আটককৃত ব্যক্তিকে উল্লাপাড়া আর্মি ক্যাম্প হতে অধিকতর তদন্তের জন্য শাখা ডিজিএফআই বগুড়া প্রেরন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!