মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,
সিরাজগঞ্জে যুবদল নেতা রঞ্জুসহ ৩ হত্যা মামলায় সাবেক পিপি আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার (১১ই নভেম্বর) বিকেলে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এবং পুলিশ তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত
সাবেক পিপি আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
অপরদিকে তিনি আরো জানান, রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি ওই নেতা ঢাকার বাসা থেকে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামীলীগ বিরোধীদের লোকজনের কাছে গণপিটুনির শিকার হন। এ গণপিটুনির পর পল্টন থানা পুলিশে সোপর্দ করা হয়। এ গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক ও ইউটিউবে ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
তিনি শহীদ নূর হোসেন দিবসের দলীয় কর্মসূচিতে অংশ নিতে শনিবার রাতে ঢাকার বাসা থেকে বের হয়ে যান। রাতে তিনি বাসায় না ফিরে রবিবার দুপুরে ওই কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ের আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভের মধ্যে ঢুকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জয় বাংলা শ্লোগান দিয়ে শেখ হাসিনা আসবেন বলতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে
সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের ৩ নেতাকর্মী নিহতের মামলার এজাহারনামীয় আসামি। বিকেলে তাকে কঠোর নিরাপত্তায়
সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ