1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিরাজগঞ্জে ইঁদুর দমন অভিযান উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত - Bikal barta
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৬:৫৩|

সিরাজগঞ্জে ইঁদুর দমন অভিযান উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪,
  • 43 জন দেখেছেন

 

ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জে ইঁদুর দমন অভিযান-২০২৪  উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কালেক্টর চত্বরে র‍্যালি প্রদর্শন শেষে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গণপতি রায় এবং সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত উপ- পরিচালক (জেলা প্রশিক্ষণ অফিসার) কৃষিবদ এ.কে.এম মফিদুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল ও সহকারী পরিচালক মোঃ আলতাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান ও রায়গঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার সামুরাই আফসানা হক মৌনী।

 

এসময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার,  অতিরিক্ত কৃষি অফিসার,  সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারীগণ, কৃষক, ব্যবসায়ী,সাংবাদিকগণ  ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঁদুর মুলত বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। উৎপাদিত ফসলের শতকরা ২০ হতে ৩০ ভাগ ক্ষতি করে থাকে।

 

ধান ক্ষেতের আইলগুলো উঠিয়ে দিয়ে কমিউিনিটি ফার্মিং করতে পারলে ইঁদুর নিধন কার্যক্রম আরো বেশি সফল হবে।

 

ইঁদুরের শত্রু পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত হতে আমরা রক্ষা পাবো।

 

প্রত্যেক ইউনিয়নে প্রতি ব্লাকে একটি করে সচেতনা মূলক সভা করতে হবে ও প্রশিক্ষিত র‌্যাট কিলার তৈরি করতে পারলে ইঁদুরকে সহজে দমন করা যাবে।  ইঁদুরের উপদ্রবসহ সব ধরনের আপদ বালাই রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!