ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে ইঁদুর দমন অভিযান-২০২৪ উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় কালেক্টর চত্বরে র্যালি প্রদর্শন শেষে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গণপতি রায় এবং সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত উপ- পরিচালক (জেলা প্রশিক্ষণ অফিসার) কৃষিবদ এ.কে.এম মফিদুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল ও সহকারী পরিচালক মোঃ আলতাব হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি অফিসের সম্প্রসারণ অফিসার মোঃ সাইদী রহমান ও রায়গঞ্জ কৃষি সম্প্রসারণ অফিসার সামুরাই আফসানা হক মৌনী।
এসময়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, বিভিন্ন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারীগণ, কৃষক, ব্যবসায়ী,সাংবাদিকগণ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঁদুর মুলত বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। উৎপাদিত ফসলের শতকরা ২০ হতে ৩০ ভাগ ক্ষতি করে থাকে।
ধান ক্ষেতের আইলগুলো উঠিয়ে দিয়ে কমিউিনিটি ফার্মিং করতে পারলে ইঁদুর নিধন কার্যক্রম আরো বেশি সফল হবে।
ইঁদুরের শত্রু পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত হতে আমরা রক্ষা পাবো।
প্রত্যেক ইউনিয়নে প্রতি ব্লাকে একটি করে সচেতনা মূলক সভা করতে হবে ও প্রশিক্ষিত র্যাট কিলার তৈরি করতে পারলে ইঁদুরকে সহজে দমন করা যাবে। ইঁদুরের উপদ্রবসহ সব ধরনের আপদ বালাই রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ