ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লাখ টাকা চুরির দায়ে শাখা ব্যবস্থাপকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ ২০২৪ইং) সকালে ফৌজদারি আইনে ৫৪ ধারায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে আদালতে প্রেরণ করেছে বেলকুচি থানা পুলিশ। আটককৃতরা হলো, জনতা ব্যাংক তামাই শাখার শাখা ব্যবস্থাপক আল আমিন (৪২) সিরাজগঞ্জ সদর পৌর এলাকা ধানবান্দির মো. হারান শেখের ছেলে, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪) বগুড়া জেলার ধুনট থানার বেলকুচি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও অফিসার রাশেদুল ইসলাম (৩১) সিরাজগঞ্জ সদর উপজেলার কালিায়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই গ্রামের জিয়াউল হকের ছেলে )।
সোমবার দুপুরে জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি লিখিত অভিযোগের পর জনতা ব্যাংক তামাই শাখার ক্যাশ লেনদেনে সন্দেহ হয়। পরে গত রোববার (২৪ মার্চ ২০২৪ইং) তামাই শাখায় উপস্থিত হয়ে লেনদেনের সমস্ত কিছু অডিট শেষে দেখে যায় ক্যাশভোল্টে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা হিসাব গরমিল। এসময় তামাই জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক ও অফিসারের কাছে জানতে চাইলে তারা এই টাকা চুরি করেছে বলে স্বীকার করে।
তিনি আরো যানান, অভিযুক্তরা স্বীকার করে তারা এই টাকা চুরি করেছে। জনতা ব্যাংক ঢাকা হেড অফিস যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, জনতা ব্যাংক তামাই শাখা হিসাবে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা গরমিল থাকায় শাখা ব্যবস্থাপকসহ ৪/৫ জনের নামে অভিযোগ দেয়। পরে ব্যাংকের তিনজন অফিসারকে আটক করে জেল হাজতে পাঠিয়েছি। যেহেতু টাকা লেনদেনের বিষয় সেই কারণে অভিযোগ পত্রটি দুদকে পাঠিয়েছি।