ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ধাওয়া পালটা ধাওয়া, ইট পাটকেল ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩ টার দিকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের বেরিকেড ভেঙ্গে মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌছলে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলন কারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয় ও ঘটনাস্থল থেকে ৮ জন আন্দোলনকারী কে আটক করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ