মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া পাঁচ প্রিজাইডিং অফিসার সহ ছয় জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। (৭ মে) মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সপর্দ করা হলে বিচারক মো:বিল্লাল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুলহাস উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান প্রার্থীর নাম জানা যায়নি।এ দিকে,দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ ইউসুফ জুয়েল দাবি করেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আনারস প্রতীকের পদপ্রার্থী মো: রিয়াজ উদ্দিন নির্বাচনকে প্রভাবিত করার জন্য প্রিজাইডিং অফিসারদের নিয়ে গোপন বৈঠক করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো: রিয়াজ উদ্দিন বলেন, ওই বৈঠকের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অংশ। এর আগে (৬ মে)দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কৃতরা হলেন, সদর উপজেলার যমুনা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে প্রভাষক আবু সামা,বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম। সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন গোপন বৈঠকের অভিযোগে ছয় জন কে গ্রেপ্তারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে। পুলিশ তদন্ত করছে তদন্ত রিপোর্টের পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।তিনি আরো বলেন,এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।। ইতি মধ্যে দশজন প্রিজাইটিং কর্মকর্তাকে বাদ দিয়ে নতুন ১০ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে গত( ৬মে) সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,রবিবার (৫ মে) রাত ৮ টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টের অভ্যন্তরে সিরাজগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিজাইডিং কর্মকর্তারা একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন সংবাদ পাওয়ার পরেই সেখানে পুলিশ, জেলা প্রশাসন, নির্বাচন অফিসের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয় তাৎক্ষণিক ঘটনাস্থলে তাদের কাউকে না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে সিসি টিভি ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজন কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, এ সংক্রান্ত বিষয়ে সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা এদের মাস্টারমাইন্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম কে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক হচ্ছিল তা আরো তদন্তের পর জানানো হবে।