ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও সম্মাননা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪্ইং) সকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও সম্মাননা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদারসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।