ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব সিরাজগঞ্জ জেলা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদি মার্চ র্যালি ও শহীদের স্মৃতিতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর পৌর এলাকার বাজার স্টেশন মুক্তির সোপানে শহীদি মার্চ সফল করার লক্ষ্যে ছাত্রছাত্রীরা এখানে জড়ো হতে থাকে। পড়ে শহীদ মিনার থেকে শহীদি মার্চ র্যালি শুরু করে মুজিব সড়ক, চৌরাস্তা ও এসএস রোড হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। শহীদি মার্চ র্যালি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা স্মৃতিতে স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক মোঃ মুনতাসির মেহেদী হাসান।
সমন্বয়ক মোঃ মুনতাসির মেহেদী হাসান বলেন, এই আন্দোলনে আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি তাহারা গাজী, আর যারা মৃত্যুবরণ করেছেন তাহারা শহীদ, আমরা একটা স্বৈরাচারীকে সরিয়েছি, মনে রাখতে হবে স্বাধীনতার অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এখনো আমরা সোনার বাংলা করতে পারি নাই, আমাদের সততা নিষ্ঠা, ও আদর্শ দিয়ে সোনারবাংলা গড়তে হবে। ১৬ ই জুলাই এর পর থেকে স্বৈরাচারী সরকার পতনের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছে, তবুও আমাদের আন্দোলন দাবায়ে রাখতে পারে নাই, শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধতার কারণে, একা পক্ষে কোন কিছুই করা সম্ভব নয়, সামনের দিনে আমরা ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ থাকলে যতই বাধা আসুক কোন কাজ হবে না। এখনো পর্যন্ত কিছু দুষ্কৃতকারী দেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আমাদের এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই দুষ্কৃতকারীদের রুখে দেওয়ার জন্য, এছাড়াও শেখ হাসিনাকে স্বৈরশাসক উল্লেখ করে তার ত্রির্যক সমালোচনা করেন। তারা বলেন শেখ হাসিনা ও তার দোষরা নির্বিচারে বহু শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও আহত করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এর সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি। পরিষেশে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্র সমন্বয়ক যুবাইর আল ইসলাম, সেজান, সালমান জোয়ারদার, ইয়াসির আরাফাত, সজীব সরকার, মোছাঃ রাজিতা খাতুন, সাদিয়া সিনহা, সমন্বয়ক রাহাত তালুকদার সহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।