ওয়াসিম সেখ, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গুলোতে নির্ধারিত সময়ে বছরের প্রথমে সরকারের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর মোট ৬টি শ্রেণীর বই- পৌঁছানোর কথা থাকলেও বর্তমানে প্রতিটি স্কুলকে বই দেওয়া হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুলে বই বিতরণ কালে এমন তথ্য উঠে আসে।
তথ্যসূত্রে জানা যায়, শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, নতুন দরপত্র দেওয়াসহ ছাপাসংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলায় ৩৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি স্কুল এবং সংযুক্ত স্কুল রয়েছে। ২০২৫ সালের শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জন।
কোয়েলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রাকিব হোসেন বলেন, আজ রবিবার আমাদের ক্লাসটারে বই দেওয়া হল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর। বাকি বই না আসায় আমরা এই ৩ শ্রেণীর বই নিয়ে যাচ্ছি। আগামী জানুয়ারী মাসের ১ তারিখে শিক্ষার্থীদের এই বই দেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. ফরিদ শেখ বলেন, সদর উপজেলার ৩৫৬ টি স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ১ লক্ষ ৫০ হাজার ৩৩৬ জন শিক্ষার্থীদের জন্য ৩৭ হাজার ৮৫৭ পিছ বই আমাদের হাতে এসে পৌঁছেছে। বই গুলো শিক্ষকদের নিকট হস্তান্তর করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রতি বছর বিনামূল্যের পাঠ্যবই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উৎসব করা হতো। এ বছর অর্থ সাশ্রয়ের লক্ষ্যে উৎসব করা হবে না।