ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি গত বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ইং) রাত ৮টার সময় জেলার সদর থানাধীন বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায় থেকে একটি কাভার্ড ভ্যান হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল ও রাত ৯.১০ মিনিটের সময় সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজার এলাকায় হতে ১টি ভুট্টা ভর্তি ট্রাক যার হতে ৫১১ বোতল ফেনসিডিল সর্বমোট ৬৬২ বোতল নিষিদ্ধ মাদক ফেনসিডিল উদ্ধার করে এবং শুক্রবার (৫ জুলাই ২০২৪ইং) ভোর ০৪.২৫ মিনিটের সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস হতে ১২ কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে মোঃ মোজাহার শেখ (৩১), কুষ্টিয়া সদর খাজানগর (কাতলমারি) গ্রামের মোঃ বক্কার শেখের ছেলে, মোঃ আব্দুল মোনা (১৯), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর গ্রামের মোঃ নুর মোহাম্মদের ছেলে, মোঃ আনিছুর রহমান (৩৫), কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার কেদার (খাঁ পাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে ও মোঃ নিজাম উদ্দিন(৪০), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কাঠগিরি গ্রামের মোঃ মঈন আলীর ছেলে এবং মোঃ সাদ্দাম হোসেন(৩০), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার দক্ষিন বলদিয়া (কুমারটারী) গ্রামের তমছের আলীর ছেলেকে আটক করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, নগদ ৬,৮৯০/- টাকা, ১টি ট্রাক এবং ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
আজ সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, মোঃ মারুফ হোসেন, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলা সদর ও সলঙ্গা থানা এবং বগুড়া জেলার শেরপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ