মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছাঃ মনিজা খাতুন বয়স (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম। রোববার (৩ মার্চ) সকালে এ দুর্ঘটনাটি ঘটে নগরবাড়ী-পাবনা মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায়। নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মোঃ হোসেন আলীর স্ত্রী। এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান,এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ী গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মনিজা খাতুন ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উপস্থিত লোকজন এ সময় ট্রাকটি আটক করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়। নিহত মনিজা খাতুনের পরিবারের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।