ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ অধিনায়ক র্যাব-১২ মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১২.৪৫ ঘটিকায় সিরাজগঞ্জ পৌর এলাকা কাঠেরপুল ব্রীজের উপর থেকে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার এবং ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ শহিদুল ইসলাম (৫২) পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে, মোঃ শহিদুল ইসলাম (৩৫), হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে উভয় ঠাকুরগাঁও জেলার ও মোঃ শাহানুর ইসলাম (২৪), দিনাজপুর জেলার খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোঃ মোখসেদ আলীর ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ