ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচন ও সিরাজগঞ্জ সদর উপজেলার ০২টি ওয়ার্ড সদস্য পদে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ।
শনিবার (৯ই মার্চ ২০২৪ইং) সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্ত ভাবে লড়ছেন ছয় প্রার্থী। এ নির্বাচনে জেলায় ৭ পৌরসভা, ৯ উপজেলা, ৮৩ ইউনিয়নের মোট ১১৯৬ জন মেয়র, চেয়ারম্যান ও মেম্বররা ইভিএম পদ্ধতিতে সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং নয় প্রার্থীর মধ্যে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় পর ছয়জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও খোকশাবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টার থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটা গ্রহণ চলবে। গত ২২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ