ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ নলকা রাস্তার পশ্চিম পাশে গলাকাটা যুবকের লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ।
সোমবার(২৫ শে মার্চ ২০২৪ ইং) সিরাজগঞ্জ কামারখন্দে ধামকোল বাজারের পরে নলকা রাস্তার পশ্চিম পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে সলঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ টিকে উদ্ধার করে। অজ্ঞত যুবকের নাম আরমান আকন্দ তার বাড়ি উল্লাপাড়া থানার উলিপুর পশ্চিমপাড়া গ্রামের আয়নাল আকন্দর ছেলে। সে মিশু গাড়ির চালক ছিল। গতকাল সন্ধ্যার সময় মিশু গাড়ি নিয়ে বের হলে রাতে আর ফিরেনি। পুলিশের প্রাথমিক ধারণা ছিনতাইকারীরা গাড়িটি ছিনতাই করে গলা কেটে তাকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশটাকে মর্গে পাঠানো হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।