মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি ভিত্তিক ৩মাস মেয়াদি নিয়মিত ৯৩তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আজ মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ জেলার দিয়ার বৈদ্যনাথ যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইকবাল হোসেন ডেপুটি কো-অর্ডিনেটর, তিনি বলেন,গবাদি পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ, কৃষি ও বিষয়ক প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। আজ যুব উন্নয়ন অধিদপ্তরাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্র ভিত্তিক ৩মাস মেয়াদি নিয়মিত ৯৩তম ব্যাচের এই অনুষ্ঠানটি শুধু তোমাদের উদ্দেশ্য করা হলো। তাই তোমাদের উদ্দেশ্য আমি যে কথা বলতে চাই তোমরা সবাই আগামী দিন গুলো যে যার মতো করে এই যুব উন্নয়নের প্রশিক্ষণ গুলো কাজে লাগাতে হবে। তাহলে সে তোমরা জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। কারণ আমাদের সরকার এভাবেই বেকার যুবক-যুবতীর কর্ম দিয়ে যাচ্ছেন, কারণ কর্মই জীবন আর সেই কর্মই যদি আমরা না করি কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি দোয়া করি তোমরা সবার আগামী দিন গুলো ভালো কিছু করো।এবং আমার জন্য তোমরা সবাই দোয়া করিবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দুলাল হোসেন ইন্সট্রাক্টর (মৎস্য), এসময় আরো উপস্থিত ছিলেন,মোঃ নজরুল ইসলাম সিনিয়র প্রশিক্ষক(পশুপালন),মোঃ এস এম কামরুজ্জামান সিনিয়র প্রশিক্ষক(পশুপালন),মোঃ আব্দুর রাকিব সিনিয়র প্রশিক্ষক(মৎস্য),ও আরো উপস্থিত ছিলেন সকল যুব উন্নয়নের ৯৩তম ব্যাচের ছাত্র- ছাত্রীবৃন্দ।