মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,
সিরাজগঞ্জ শাহজাদপুরে টিউবওয়েলের পানিতে কীটনাশক মিশিয়ে একই পরিবারের ৫ ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের পালপাড়ার মহল্লার অসীম পাল,আশীক পাল সহ আরো তিন ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ রবিবার ৩রা নভেম্বর ২৪ইং সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের উত্তর পালপাড়া শ্রী আনন্দমোহন পাল তার বড় ভাই শ্রী গনেশ চন্দ্র পাল (গুনু)
এর বাড়িতে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটে।
উক্ত ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে, আনন্দমোহন পাল এর বাড়ির ২টা রুমের দরজা ভেঙে চোর ভিতরে ঢুকে নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
অপরদিকে তাঁরই বড় ভাইয়ের বাড়িতে একই কায়দায় রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টাকা সহ স্বর্ণালংকার চুরি করে যায়।
এবিষয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা বাদ করিলে তাহারা বলেন, দিনের বেলায় টিউবয়েলের পানির মধ্যে অথবা নেশাজাতীয় দ্রব্য অথবা ঘুমের ঔষধ পরিকল্পিত ভাবে উক্ত পরিবার সদস্যদের খাওয়ানো হয়ে ছিলো। এবং উভয় পরিবারের সদস্যরা অচেতন থাকারও প্রমাণ পাওয়া গেছে। এলাকায় সঙ্ঘবদ্ধ চুরির ঘটনা এই প্রথম নয়, চিহ্নিত কিছু চোর বাটপার এরকম কাজের সাথে জড়িত এলাকাবাসীর ধারণা।
এদিকে স্থানীয় লোকজন বলেন, আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে এরকম চুরি যেনো আর কোনো পরিবারে না হয়, সেজন্য তদন্তের মাধ্যমে প্রকৃত চোরদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি !
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ