মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের খঞ্জনদিয়ার মহল্লায় দুর্বৃত্ত্ব কর্তৃক ডাইং ফ্যাক্টরির শ্রমিককে হত্যার চেষ্টার এই ঘটনা ঘটেছে।
জানা যায়, মঙ্গলবার (১৯ই মার্চ) রাতে বাসু দেব এর সুতা রংয়ের ডাইং ফ্যাক্টরিতে মদ্যপান অবস্থায় হামলা চালায় ঐ গ্রামের মৃত আকমল হোসেনের পুত্র মোঃ নেওয়াজ। এ সময় সে ফ্যাক্টরির মালিক বাসুদেব এর উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন বাসুদেবকে নেওয়াজের হাত থেকে দ্রুত উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন। এ সময় উপস্থিত লোকজন নেওয়াজকে প্রতিরোধ করলে নেওয়াজ সেখান থেকে চলে যায়। পরে আবার ২য় দফায় মদ্যপান করে মাতাল অবস্থায় সে ধারালো ছুরি নিয়ে হামলা চালায় এবং ডাইং কারখানার শ্রমিক হান্নান ( ৩৫) কে গলায় এবং বুকে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় হান্নানকে উদ্ধার করে স্থানীয় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ডাইং এর অন্যান্য কর্মচারীরা জানান নেওয়াজ মাঝে মধ্যেই মাতাল অবস্থায় এই কারখানায় এসে হুমকি ধামকি ও মারপিটের ঘটনা ঘটায়। স্থানীয় পৌরসভার কাউন্সিলর মোঃ আবু শামীম সূর্য বলেন, হামলাকারী নেওয়াজ নিতান্তই একজন খারাপ প্রকৃতির লোক। কোন দোষ-ত্রুটি ছাড়াই মানুষকে গালমন্দ, মারধর করা তার স্বভাবে পরিণত হয়েছে। ঘটনার দিন সে এক পর্যায়ে আমার উপরও চড়াও হয় এবং আমার কথা অমান্য করে ডাইং কারখানার শ্রমিক হান্নানকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ