মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাদপুরে ২টি গাঁজা গাছসহ মোঃ দুলাল মন্ডল (৪০) নামে একজন গাঁজা চাষীকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। উপজেলার ঠুটিয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার ৬ই নভেম্বর ২৪ ইং শাহজাদপুর উপজেলার ঠুটিয়ার চর গ্ৰাম থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ দুলাল মন্ডল (৪৬) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুটিয়ার চর গ্রামের মোঃ খাজা মন্ডলের ছেলে।
অপরদিকে শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ঠুটিয়ার চর গ্রামে অভিযান চালিয়ে মোঃ দুলাল মন্ডলকে গ্রেফতার করা হয়। এসময় তার বসত ঘরের আঙ্গিনা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা প্রায় ১০ ফুট। তিনি বিক্রির উদ্দেশ্যে এ গাছের পরিচর্যা করছিলেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, গ্রেফতারকৃত মোঃ দুলাল মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ