ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
৬’ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন মোঃ রিয়াজ উদ্দিন। মোঃ রিয়াজ উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৮২৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে মো. জামাত আলী মুন্সী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৫৫ হাজার ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীক নিয়ে জিহাদ আল ইসলাম জিহাদ ২৩ হাজার ৯২৫ ভোট । মো. জামাত আলী মুন্সী, চশমা প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৩১ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নূরে ফতিমা, ফুটবল প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি ভোট পেয়েছেন ৪৫ হাজার ৪৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. নুরুন্নাহার খানম, বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৫৫ ভোট। ফুটবল প্রতীক নিয়ে নূরে ফতিমা ১ হাজার ৮৮৯ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সিরজগঞ্জ সদর উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭১টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ২২২ জন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৫৫৬ ভোট । প্রদত্ত ভোটের শতকরা হারঃ ২২.৭০%। সিরাজগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।