সিলেট অফিল::
সারাদেশের ন্যায় সিলেটেও চালু হয়েছে ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম। বুধবার থেকে নগরীর পাম্পসমূহে হেলমেট ছাড়া মিলছেনা মোটরসাইকেলের তেল। এই নির্দেশনা কার্যকর করতে মাঠে তৎপর রয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে নগরীর কয়েকটি পেট্রল পাম্পে হেলমেট ছাড়া তেল নিতে গিয়ে কয়েকজনকে ফিরতে হয়েছে তেল ছাড়াই।
মদীনা মার্কেটে আরিফ নামের এক বাইকার জানান, মোটরসাইকেলের তেল নিতে গিয়ে দেখি হেলমেট ছাড়া তেল দিবে না বলা হচ্ছে। পরে বাসা থেকে হেলমেট নিয়ে এসে তেল নিয়েছি। তিনি বলেন- এটি ভালো উদ্যোগ। সবার হেলমেট পরে গাড়ি চালানো উচিত।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী বলেন- বুধবার থেকে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যকরের কড়া নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিছুদিন আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছিলো। আমরা হেলমেট ছাড়া কাউকে তেল দিচ্ছি না।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনা কার্যকর করতে কাজ করছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। বুধবার থেকে সিলেটের সকল পাম্পে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে হেলমেট ছাড়া কাউকে তেল দেওয়া না হয়। সিলেটে আগেও হেলমেট ছাড়া তেল না দিতে আমরা কার্যক্রম চালিয়েছি। পাম্পগুলোতে বিভিন্ন নির্দেশনা লাগানো হয়েছিলো। ফের তেমন উদ্যোগ নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ