বিকাল বার্তা প্রতিবেদক >>
আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সফলে পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটান পুলিশের (এসএমপি) কমিশনার রেজাউল করিম। এজন্য তিনি সিলেটের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, মাহফিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আমরা জনগণেরও সার্বিক সহযোগিতা কামনা করছি।
রোববার (৫ জানুয়ারি) সকালে এমসি কলেজ মাঠ পরিদর্শনের সময় আনজুমানে খেদমতে কুরআন সিলেটের দায়িত্বশীল ও সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় এসএমপির পক্ষ থেকে মাহফিলকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা জানান কমিশনার।
তিনি জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, মুসল্লীদের কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, ট্রাফিকের প্রয়োজনে বাইপাস রাস্তা, নিয়মিত গাড়ির মুভমেন্ট সহজ করা, সিলেটে অবস্থান করা বিপিএল খেলোয়াড়দের যাতায়াত, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সিটি করপোরেশন থেকে লাইট স্থাপন, ওয়াসব্লক স্থাপন, মাহফিললে মোবাইল চুরি রোধ করা, ভিআইপি অতিথিদের নিরাপত্তা, স্থানীয় জনগণের নিরাপত্তা, আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক বাড়ানো, পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাটে দোকান না বসানো, জরুরি ফায়ার সার্ভিস ব্যবস্থা নিয়ে আলাপ করেন তিনি।
এ সময় পুলিশ কমিশনারের সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো: মাসুদ রানা, সিটিএসবি’র ডিসি মো: এহসান শাহ, ডিসি দক্ষিণ মো: মাহফুজুর রহমান, এডিসি সিটিএসবি এবং এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম ও এডিসি ট্রাফিক তাহের উল্লাহ আশরাফ প্রমুখ।
এ সময় আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক হাফেজ আব্দুল হাই হারুন, সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীন, এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো: রিয়াজ, আয়োজক কমিটির সদস্য শাহজাহান আলী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল আকমল হোসেন জুয়েল, আয়োজক কমিটির সদস্য সোহেল আহমদ রিপন, আব্দুল মুকিত ও আবুল হাসান রোকনুজ্জামান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ