ওসমানীনগর /সিলেট সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে চাঞ্চল্যকর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২.৩০ ঘটিকায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী কিশোরী তার আপন চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয়।
ঘটনার রাতে ভিকটিমের মা-বাবা বাড়িতে ছিলেন না। এই সুযোগে তার আপন চাচাতো ভাই জীবন আহমেদ (১৮), পিতা-এমলাক আহমেদ, মাতা আলেয়া বেগম, ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের ঘটনার পর ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার ফুফুকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানাজানি হলে, ভিকটিমের পরিবার তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থানায় যোগাযোগ করে।
অভিযোগ পাওয়ার পর ওসমানীনগর থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত জীবন আহমেদকে গ্রেফতার করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া গণমাধ্যমকে জানান, “ভিকটিমের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ