নিজস্ব প্রতিবেদক >> সিলেটের ওসমানীনগর উপজেলায় চাঁদাবাজের বাধায় আলিনা ইন্ডাস্ট্রি নামে একটি প্রবাসী উদ্যোগের বাস্তবায়ন মাঝপথে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যেরর বিরুদ্ধে। এব্যপারে গত ৩০ অক্টোবর বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোক্তভোগী প্রবাসীর প্রতিষ্টিত শিল্পপ্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-(সিইও)জনি চন্দ্র রায় অভিযোগ করলেও অদৃশ্য কারণে গত একমাসে অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংবাদ সম্মেলনে জনি তার লিখিত বক্তব্যে জানান, উপজেলার লামা ইসবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হিরা মিয়া নিজ এলাকায় ‘আলিনা ইন্ডাস্ট্রি’ নামে একটি বহুমুখী শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে বড় ইসবপুর গ্রামে তার নিজের জমিতে ইতোমধ্যে অবকাঠামো তৈরি শেষ। বিদেশ থেকে যন্ত্রপাতিও নিয়ে আসা হয়েছে।
এ অবস্থায় বিএনপি নেতা পরিচয় দিয়ে আওয়ামীলীগ নেতা উমরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মুকিত মিয়ার নেতৃত্বে একই গ্রামের মুনিম মিয়া, আনহার আলী, মানিক মিয়া, শানুর মিয়া, গফফার সিকদার ও মানিক সিকদার এবং লামা ইসবপুর গ্রামের আব্দুর রউফ ও ফজরুল আলী শিল্পপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। এখানেই শেষ নয়-৬ মাস পরপর তাদেরকে ৪ লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। তাদের দাবি না মানলে হত্যার হমকিও দেয়া হয়েছে।
এ ব্যাপারে ভোক্তভোগী সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি অবহিত করা হয়েছে সেনাবাহিনীকেও, তবুও মুকিদের দাপটে মামলা নেয়নি ওসমানীনগর থানা পুলিশ। পরে সিলেট আদালতে মামলা দায়ের করেন আলিনা ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী জনি চন্দ্র রায়।
সরেজমিন খোঁজ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইউপি সদস্য মুকিদের উপর অভিযোগের কোন শেষ নেই। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে মুকিদ জমি দখল, প্রবাসীর টাকা আত্মসাৎ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, বিচারে বিবেদ সৃষ্টি সবই করেছেন তিনি। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে তিনিও আওয়ামীলীগ ছেড়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ