বিকাল বার্তা প্রতিনিধি>>
সিলেটের কোম্পানীগঞ্জে রাতের আঁধারে ঘরের সামন থেকে তুলে নিয়ে এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ৩ লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। পরে ভিকটিমের মা বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম তার পরিবারের সাথে উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আইন উদ্দিনের কলোনিতে বসবাস করেন। গত ৩ জানুয়ারি রাত ১২টা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ২/৩ জন মিলে তাকে মুখ চেপে ধরে সেখান থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে তারা রাত ২টায় ভোলাগঞ্জের একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষন করার চেষ্টা করে। এসময় ভিকটিম চিৎকার করলে তাকে মারধর করে তার গায়ে থাকা কাপড়চোপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।
শ্লীলতাহানির ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তরা ভিকটিমের পরিবারকে চাপ প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে তারা ৩ লক্ষ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়ের মা তাতে রাজি না হওয়ায় তারা আর বিষয়টি ধামাচাপা দিতে পারে নি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, আমরা অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করেছি। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। এছাড়া ভিকটিমের সাথে আমাদের তদন্তকারী কর্মকর্তা কথা বলেছেন এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে ।