বিকাল বার্তা প্রতিবেদক>> সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে মোবাইল কোর্টের অভিযানের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ধলাই নদীতে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে তাকে পাথরখেকোদের। তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের একজন ও পুলিশ সদস্য একজন আহত হোন। পরে সেখান থেকে তারা চলে আসেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসময় পাথর দিয়ে ঢিল ছুঁড়ে দুষ্কৃতকারীরা। পরে সেখান থেকে আমরা চলে আছি।
জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার বার্তা সম্পাদকের বক্তব্য:
উক্ত স্থানের ভূমিদস্যু চাঁদাবাজরা অবৈধ দখলদার, অবৈধভাবে বালু উত্তোলন, পাথর উত্তোলন, করে আসছে, এবং সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে?
সরকারি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।