সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক ::
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৩০ জুন) বিকাল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকার খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর সিলেট প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- নরসিংদী জেলার সদর থানার কামারগাও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)। এ ঘটনায় দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।
হতাহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা যায়, দেলোয়ার হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে যান। বিকালে অটোরিকশাযোগে সিলেট ফেরার পথে খাগাইল এলাকায় তাদের গাড়ি আসলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই স্মৃতি ও আব্দুল্লাহ মারা যান। আহত হন দেলোয়ার।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন- দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ট্রাক এবং সিএনজি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ