বিকাল বার্তা প্রতিবেদক::
রোববার (১৪ জুলাই) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের মেইন পিলারের (পিলার নম্বর-১২৫২) আনুমানিক ৮০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- উপজেলার কালাইরাগ এলাকার মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)।
উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, তারা মাঝেমধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে গিয়ে থাকেন। আজও কয়েকজন মিলে গিয়েছিল। লাশ ঘটনাস্থলে পড়ে আছে। বিজিবি গেছে, দেখা যাক তারা কী করে।
এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি বলেন, আমরাও স্থানীয়দের কাছ থেকে এ রকম খবর শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে দেখি আসলে কী ঘটেছে, এর আগে কিছু বলতে পারব না।