বিকাল বার্তা প্রতিনিধি>>
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচিত ডাকাতি ও হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- কোটালীপাড়া উপজেলার চৌরখালী গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, পার্শ্ববর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোরশেদ আলম ওরফে কামাল ও একই উপজেলার শওকত আলী ভূইয়া।
শনিবার (১৫ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
পুলিশ সুপার জানান, গত ১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পল মজুমদারদের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে নগদ আড়াই লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।
আসামিরা ডাকাতি ও হত্যার সাথে জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পরদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার খান মার্কেট এলাকা থেকে আসামি সামিউল শেখকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। তারই দেওয়া তথ্যমতে আসামী মোর্শেদ আলম ওরফে কামালকে বাগেরহাটের কচুয়া থানার কামারগাতী এলাকা থেকে এবং আরেক আসামি শওকত আলী ভুঁইয়াকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ