আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জকিগঞ্জে আবারো ফাইনাল খেলায় চমক দেখিয়ে বিজয় চিনিয়ে নিয়েছে সদরপুর লকাল তারাকা। মঙ্গলবার বিকাল ৪ : ৩০ মিনিটের সময় মর্ডাণ উইথ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।জকিগঞ্জের সুলতান পুর ইউনিয়নের ইমদাদ মজুমদার বিদ্যানিকেতন খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে “সদরপুর লকাল তারাকা বনাম দাউদপুর হটাৎ আক্রমণ” এ দুটি দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোন দল গোল করতে না পেরে অবশেষে টাইব্রেকারে ৩:১ গোলের ব্যবধানে “সদরপুর লকাল তারাকা” বিজয় লাভ করে।
বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী,মর্ডাণ উইথ স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান হাসান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা এমদাদুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ,সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক,সাবেক মেম্বার বিজয় বিশ্বাস বাবু,ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের শিক্ষক রায়মণ বাবু,জামাতে ইসলামির নেতা আবু জাফর,সিনিয়র সাংবাদিক ফয়সাল আহমদ,জেড টিভি,র নির্বাহী সম্পাদক সাংবাদিক আব্দুস শহীদ শাকির, জাফর আহমদ, সাদিক আহমদ ও সুহেল আহমদ প্রমুখ।