সিলেট অফিস;:
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হিজড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন হিজড়াদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, কর্মক্ষেত্র সৃজন, পরিচয় পত্রের ব্যবস্থা, দক্ষিণ সুরমার ভোটার হিজড়াদের আশ্রয়ন প্রকল্পে আবাসনের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তবে নকল হিজড়া ও বেআইনি চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এদের আইনের আওতায় আনা হবে।
তিনি রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী উদ্যোগ কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় উন্নয়নে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, জেলা সমাজসেবা কাযালয় সিলেটের উপ পরিচালক মো. আব্দুর রফিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত, সিনিয়র সাংবাদিক ও সমাজসেবী হাজী এম. আহমদ আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি সাহিদা শিকদার। মতবিনিময় সভায় হিজড়া নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ