সিলেট প্রতিনিধি >>
সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার।
যৌথ বাহিনী সূত্রে যানাযায়, ১৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১টা ৩০মিনিটের সময় সেনাবাহিনীর সেকেন্ড লে. কর্ণেল মোস্তাফিজুর রহমান ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমের নেতৃত্ব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ সহ নগদ ৩ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করে অভিযান পরিচালনাকারী যৌথ বাহিনী সদস্যরা।
এদিকে যৌথ বাহিনীর উপস্থিতিটের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও নগদ টাকা ফেলে পালিয়ে যায়।
বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম। তিনি আরও বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ