বিকাল বার্তা প্রতিবেদক>>
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্তে বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির বিষয়ে অবশেষে তথ্য পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে এবিষয়ে বিজিবির সাথে আলোচনায় ১৩ বাংলাদেশী নাগরিককে গ্রেফতারের সত্যতা পাওয়া গেছে।
বুধবার সকালে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে এবিষয়ে আলোচনা হয়েছে। বিএসএফ জানিয়েছে, ২৩ ডিসেম্বর ভোররাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল এলাকার বিপরীতে ভারতের ডাউকি এলাকার আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩ জন বাংলাদেশী নাগরিককে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত সোমবার গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে অন্তত ১২ থেকে ১৫ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর চাউর হয়। তবে নির্ভরশীল কোন সুত্র থেকে এবিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছিলো না। তাছাড়া নিখোঁজ ব্যক্তিদের পারিবারিক ভাবে এবিষয়ে কোন অভিযোগ না করায় বিজিবিও কোন পদেক্ষপ নিতে পারেনি।
সোমবার সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান সিলেট প্রতিদিনকে বলেন, আমিও বিষয়টি জেনেছি, তারা মনে হয় চোরাচালান করতে গিয়েছিলো। তবে তাদের পরিবার বা বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ