সিলেট অফিস::
'সিলেটের দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় বহুল আলোচিত জুয়াড়ি রাজনের তীর খেলার বোর্ড থেকে তীর শিলংয়ের দুই এজেন্ট সহ ১০ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত জুয়াড়িরা হলো- মো: জীবন আহমেদ (২০), মো: আব্দুস সালাম (২২), মো: আব্দুল গফুর (৩৬), মো: আব্দুস সালাম (৬২), মো: এরশাদ হোসেন (৩৭), লায়েক মিয়া (৫৫), মো: রবিউল ইসলাম (২৪), মো: জামিল (২৫), মো: রাফি (২৪) ও মো: সোলায়মান (৪০)। এদের মধ্যে জীবন ও রবিউল তীর শিলংয়ের এজেন্ট।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে রেলগেইট এলাকায় আলী টেলিকম দোকানের সামনে থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
এমএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এসএমপির ডিবি পুলিশ সব সময় মাদক, জুয়া ও চোরাচালানের বিষয়ে তৎপর রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ দিন থেকে দক্ষিণ সুরমার বেশ কয়েকটি জুয়ার আসর জমজমাট রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি, থানা ও ফাঁড়ি পুলিশের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলছে এই অনৈতিক কর্মজজ্ঞ। ডিবি পুলিশ এসব জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি ও দক্ষিণ সুরমা থানা পুলিশের ভূমিকা খুবই রহস্যজক।
স্থাণীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সিলেট রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে ও স্কুলের পাশে নজরুলের বোর্ড, ক্বীন ব্রীজের নিচে মানিকের বোর্ড, মারকাজ পয়েন্টে লাকসামী ফারুকের বোর্ড, জিঞ্জির শাহ (র.) এর মাজারের পাশে কাশেমের বোর্ড ও ডকের পারে জামালের বোর্ড, বাশপালা মার্কেটে অন্তরের বোর্ড সহ বেশ কয়েকটি জুয়ার আসর এখনো সোচ্চার রয়েছে।
স্থানীয় বাসিন্ধারা বিভিন্ন সময় এদেরেকে বাঁধা দিয়েও কোন ফল পাননি। উল্টো জুয়াড়িরা স্থানীয় প্রতিবাদকারীদের উপর চড়াও হয়।
এদিকে একই দিন
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে একটি টহল টীম অভিযান পরিচালনা করিয়া সাধুরবাজার পুরাতন রেল স্টেশন সংলগ্ন জামালের জোয়ার আস্তানা হইতে তিনজন জুয়াীকে
আটক করে। আটককৃতরা হলো
১ ৷ মোঃ মাহিম মিয়া(২৪),২৷ সোহেল মিয়া(২৮) ও ৩ ৷ কাল্লু মিয়া(৩০)
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ