সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক :: সিলেটের দক্ষিন সুরমায় ২টি ধারালো টিপ চাকু ১টি চোরাই সিমসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
০৮/০৭/২০২৪খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় জনৈক আব্দুল আহাদ (২০), পিতা-মোঃ আজিজুর রহমান, মাতা-মোছাঃ খয়রুন নেছা, সাং-গুরকুচি প্রকাশ দ্বারীখাই, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট তার চাচাতো ভাই আলী আহমদ (২২) সহ দক্ষিণ সুরমা থানাধীন ক্বীন ব্রীজ এর উপর দক্ষিণ পার্শ্বে পৌঁছা মাত্রই ০৩জন ছিনতাইকারী তাদেরকে পথরোধঃ করত ছিনতাইকারী ১। মিলন মিয়া (২০), পিতা-রতন মিয়া, মাতা-মোছাঃ সোহিদা বেগম, সাং-ইসলামপুর, পোঃ দল বাজার, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-কদমতলী বাস টার্মিনাল, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট ও ২। মোঃ রাকিব আহমদ (২১), পিতা-মৃত সেলিম আহমদ, মাতা-কারিমা বেগম, সাং-শরীফনগর (আফাই মিয়ার বাড়ির পাশে), থানা-আজমীরিগঞ্জ, জেলা-হবিগঞ্জ, বর্তমান সাং-চালিবন্দর, ছাত্রাবাসের গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট তাদের হাতে থাকা চাকু দেখিয়ে এবং ৩। আল-আমিন @লাল্লু (২০), পিতা-আব্দুল মালেক, মাতা-আঙ্গুরা বেগম, সাং-জাহানপুর, পোঃ পাথারিয়া বাজার, থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-কালীঘাট, কামালঘর, অপু মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট আব্দুল আহাদ এর দুই হাত পিছন দিক থেকে ধরে ভয়ভীতি ও প্রাণ নাশের আতংক সৃষ্টি করে আসামী মিলন মিয়া আব্দুল আহাদ এর প্যান্টের পকেটে রক্ষিত VIVO মোবাইল, যাতে সংযোগ একটি সিম ছিল, মূল্য অনুমান-১২,০০০/-(বারো হাজার) টাকা ও নগদ ৫০০০/-(পাঁচ হাজার) টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঐ সময়ে আব্দুল আহাদ এবং তার সঙ্গীয় চাচাতো ভাই প্রাণ রক্ষার্থে শোর-চিৎকার করলে আসামীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় পথচারীর সহায়তায় তারা ০৩নং আসামী আল-আমিনকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ এর নিকট সোপর্দ করেন। পরবর্তীতে এসআই(নিঃ)/দিবাংশু পাল সঙ্গীয় এএসআই/মোঃ কামাল হোসেন, এএসআই/বকুল আহমেদ, এটিএসআই/শামীম ফোর্স সহ আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদকালে বর্ণিত ১ ও ২ নং আসামীর নাম-ঠিকানা প্রকাশ করা সহ তাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে। ০৩নং আসামীর দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্ত্বর সংলগ্ন শাহজালাল ব্রীজ এর প্রবেশ মুখ হতে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় আজ গতকাল সোমবার দুপুর অনুমান ২.০৫ ঘটিকার সময় ১ ও ২নং আসামীদ্বয়কে আটক করা হয়। আটককৃত ১নং আসামীর নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু ও আব্দুল আহাদ এর ব্যবহৃত মোবাইল সিম এবং ২নং আসামীর নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি চাকু উদ্ধার পূর্বক দুপুর ২.১৪ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামী’দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তাং-০৮/০৭/২০২৪খ্রিঃ, ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। আসামীদেরকে বিধি মোতাবেক মঙ্গলবার ৯ জুলাই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।