সিলেট অযিস:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে মুদি দোকানের ম্যানেজার পলাতক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূক্তভোগি দোকান মালিক নূর মোহাম্মদ বাদী হয়ে ম্যানেজার মো: শিমুল মিয়া (২৭) কে বিবাদী করে দক্ষিণ সুরমা থানায় গত ২১ শে মার্চ ২০২৪ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন। নুর মোহাম্মদ তার অভিযোগে উল্লেখ করেন, দক্ষিণ সুরমার রেলগেট এলাকার হাসান এবং হোসাইন এন্টারপ্রাইজ নামক তাহার একটি মুদি দোকান রয়েছে। উক্ত মুদি দোকানে বিগত দেড় বছর পূর্বে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কলিমপুর গ্রামের মো: আলাই মিয়ার পুত্র শিমুল মিয়া (২৭) কে ম্যানেজার হিসেবে চাকুরী দেন। চাকুরীর পর বিভিন্ন সময় বিবাদীকে দিয়ে দোকানের মালামাল ক্রয় করান এবং তাহার মাধ্যমে ক্রয় কৃত মালামালের মূল্য যথারিতি পরিশোধ করিয়েছেন, তেমনিভাবে গত ১৯/০৩/২০২৪ ইং তারিখে নুর মোহম্মদ বিবাদী শিমুল মিয়াকে ৬ লক্ষ টাকা দেন দোকানের মাল ক্রয়ের জন্য। হঠাৎ জরুরী প্রয়োজনে তিনি গত ২০/০৩/২৪ ইং তারিখে ভোর অনুমান ৫ টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চলে যান। একই দিন বিবাদী প্রতিদিনের মতো, অর্থ্যাৎ ২০ মার্চ সকাল ১১ ঘটিকার সময় দোকান খুলিয়া দোকানের ক্যাশ থেকে আরো ৮০ হাজার টাকা সহ মোট ৬ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে মাল ক্রয়ের কথা বলে পালিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বিবাদী ফিরে না আসায় দোকানে থাকা অন্যান্য কর্মচারীরা মোবাইল ফোনে দোকান মালিককে বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে দোকান মালিক নুর মোহাম্মদ যোগাযোগ করার চেষ্টা করলে বিবাদীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি বিবাদীর পরিবারকে অবগত করলে তারা কোন সদুত্তর দেয়নি। তাই বিবাদীর কাছ থেকে দোকানের টাকা উদ্ধার করতে দক্ষিণ সুরমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী দোকান মালিক সিলেট সদর উপজেলার বাইশটিলা গ্রামের মৃত উছমান আলীর পুত্র নূর মোহাম্মদ আলী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ