বিকাল বার্তা ডেস্ক>>বিএনপির সাবেক নেতা রফিকুল ইসলাম শাহপরান এখন পুলিশের নজরদারীতে। যেকোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন। দল থেকে বহিষ্কার হওয়ার পর পুলিশি নজরদারীতে ছিলেন শাহপরান। নজরদারীতে নানান অপকর্ম ধরা পড়েছে পুলিশের কাছে। যেসব অপকর্মের উপর ভিত্তি করে শাহপরানকে গ্রেফতারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পুলিশ সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সিলেট জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে গত অক্টোবর মাসে দল থেকে বহিস্কার করা হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত অক্টোবর মাসে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানের পদ স্থগিত করেছে দল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়। দল থেকে বহিষ্কার হওয়ার পর শাহপরানের বিরুদ্ধে হাফডজন মামলা হয়েছে পরিবেশ অধিদপ্তরে।
স্থানীয়রা জানান, বহিষ্কার হওয়ার পর থেকে শাহপরান আরো বেপরোয়া হয়ে উঠেন। জাফলং এলাকার পাথর ও বালু লুট করতে গড়ে তোলেন শক্তিশালি সিন্ডিকেট। এই সিন্ডিকেট প্রতিরাতে শতশত ট্রাক পাথর উত্তোলন করে। রাতের মধ্যেই তা সরিয়ে ফেলা হয়। প্রতি রাতে ওইভাবে প্রায় অর্ধকোটি টাকার পাথর লুট হয়।
এছাড়া দিনের বেলায় দেখা যায় অন্য দৃশ্য। হাজার হাজার শ্রমিক জাফলং পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে। যা চলে প্রকাশ্যে। এই কাজে নেপথ্যে অবস্থান করে নেতৃত্ব দেন শাহপরান। এখান থেকে প্রতিদিনই বিপুল পরিমাণ বালু ট্রাকযোগ ও নৌপথে অন্যত্র সরবরাহ করা হয়।
শাহপরানের ওই অবৈধ কর্মকান্ডে কেউ বাধা দেয়ারও সাহস পান না। তবে শাহপরানের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। তার যাবতীয় অপকর্ম পর্যবেক্ষণ করেছে। এখন তিনি যেকোনো সময় গ্রেফতার হতে পারেন।
স্থানীয়রা জানান, ওইসব অপকর্ম চাপা দিয়ে রাখতে শাহপরান বেছে নিয়েছেন ভিন্ন পথ। ঘাটে ঘাটে বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করেন। বিএনপির কতিপয় শীর্ষ নেতার নাম ব্যবহার করে শাহপরান বলে বেড়ান তারাও তার ব্যবসার সাথে জড়িত।
এদিকে, শাহপরানকে নিয়ে গুরুতর অভিযোগ করেছেন বিএনপির কর্মীরা। কর্মীরা বলেছেন বহিষ্কৃত শাপরান এখনো নিজকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দেন। শাপরানের ফেইসবুক আইডিতে ওই পরিচয় এখনো বিদ্যমান।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর। তিনি জানান রফিকুল ইসলাম শাহপরানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে কয়েক মাস আগে।