সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদন::
বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজি শামিম। টানা তৃতীয় দফায় বন্যায় নিজে মাঠে থেকে নজরদারি করছেন পরিস্থিতি সেই সাথে সরকারে পক্ষ থেকে দেয়া বিভিন্ন বরাদ্দ সমবণ্টনের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন সকলের।
শুক্রবার বিয়ানীবাজার উপজেলায় মুড়িয়া ইউনিয়নের একটি আশ্রয় কেন্দ্রে জন্মগ্রহণ করা নবজাতককে কোলে নিয়ে মমতায় ভালোবেসে নিজেই শিশুটির নাম দেন আসফিয়া জান্নাত বন্যা।
সদ্য জন্ম নেয়া নবজাতক বন্যার বাবা বলেন, কয়েকদিন থেকে আশ্রয় কেন্দ্রে আছি। স্ত্রী প্রসবব্যথা অনুভব করলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন সেখানকার দায়িত্বরত এক চিকিৎসক। তবে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না। এছাড়া গভীর রাত হওয়ায় বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনও গাড়ির ব্যবস্থা করতে পারিনি এবং আশ্রয়কেন্দ্রে সন্তান জন্ম দেয়।
খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, শিশুটিকে দেখতে যান, এসময় তিনি শিশুর জন্য, স্বাস্থ্য সামগ্রী, শিশুর মায়ের ফলমূল সহ বিভিন্ন প্রয়োজনীয় খাবার নিয়ে যান। নবজাতক ও প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারা উভয়ই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। মা ও শিশু সুস্থ রয়েছে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি শামিম বলেন, বন্যা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছি। যেকোনো পরিস্থিতিতে আমরা সবার সাথে আছি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ